একতা কাপুরের ‘ট্রিপল এক্স’ সিরিজকে কেন্দ্র করে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ। এর আগে পাটনা আদালত একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেছিল। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা একতার আইনজীবীর তরফে। সেই পিটিশনের পরিপ্রেক্ষিতেই শুক্রবারে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের এই প্রতিক্রিয়া।
সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রোস্তাগি ও সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চের বক্তব্য, “কিছু জিনিস কখনও ঘটা উচিত নয়। আপনি অল্পবয়সীদের মন কলুষিত করছেন। এটা সকলের জন্য! ওটিটি কনটেন্ট কি সকলের জন্য? আপনি দর্শকদের মধ্যে কীধরনের রুচি তৈরি করছেন? আপনি দেশের অল্পবয়সীদের মন কলুষিত করছেন”।
অপরদিকে সুপ্রিম কোর্ট একতার আইনজীবীকে ভর্ৎসনা করে বলেন, “যা খুশি তাই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া যায় না। আপনার মক্কেলকে জানাবেন, এধরনের পিটিশন দাখিল করার জন্য মূল্য চোকাতে হবে। শুধুমাত্র বেশি টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করার ক্ষমতা রাখলেই আদালত তার হয়ে কথা বলবে না”।