‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক তুঙ্গে। রাম, রাবণের মতো পৌরাণিক চরিত্রগুলির লুক দেখে ক্ষিপ্ত দর্শকরা। এবার পর্দার রাবণকে মোঘলদের মতো দেখতে লাখছে বলে মন্তব্য করলেন টেলিভিশনে ‘রামায়ণ’ এর সীতা দীপিকা চিখলিয়া।
রামায়ণের কাহিনির উপরে নির্ভর করে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। ছবিতে প্রভাসের চরিত্রের নাম রাঘব এবং সইফ আলি খানকে দেখা যাবে লঙ্কেশ এর চরিত্রে। কিন্তু দর্শকদের অধিকাংশই দাবি করেছেন, সইফের লঙ্কেশ ওরফে রাবণ লুক মোটেই ভাল হয়নি। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন ‘সীতা’ দীপিকা।
আদিপুরুষ টিজার তিনি দেখেছেন জানিয়ে দীপিকা বলেন, রামায়ণ বাস্তব কাহিনি যার সঙ্গে বহু মানুষের বিশ্বাস এবং আবেগ জড়িয়ে রয়েছে। রামায়ণ যেহেতু মানুষের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই চরিত্র চিত্রায়ণ, আবেগগুলো ফোটানোর সময় বিশেষ নজর দেওয়া উচিত। দীপিকা বলেন, তিনি বোঝেন যে আধুনিক সময়ে ভিএফএক্স ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভিএফএক্স ততক্ষণই ভাল যতক্ষণ না সেটা মানুষের ভাবাবেগে আঘাত করে।
তিনি আরো বলেন, রামানন্দ সাগরের রামায়ণ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। দর্শকরা চাইছে বড়পর্দার রামায়ণেও চরিত্রেও সেই মিলটা যাতে পাওয়া যায়। খানিকটা ক্ষোভ দেখিয়েই তিনি স্পষ্ট বলেন, ‘হিন্দু দেবদেবীদের নগ্ন ছবি আঁকা হয়। অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ হওয়া উচিত’।