৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান: ১’। সিনেমায় তুলে ধরা হয়েছে ‘হিন্দু’ চোল রাজাদের বীরত্ব গাথা। সেই নিয়েই আপত্তি দেশের একাংশের। তাঁদের দাবি, চোল রাজারা হিন্দু ছিল না। এমনকী চোল আমলে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল না বলেও মন্তব্য করেছেন অভিনেতা কমল হাসান।
অভিনেতা-পরিচালক কমল হাসানের কথায়, ‘রাজা রাজা চোলের রাজত্বকালে কোনও হিন্দু ধর্মের অস্বস্তি ছিল না। ওই সময় ছিল বৈনাবরণ, শিভম এবং সামানাম। কিন্তু ব্রিটিশরা অজ্ঞতার কারণে হিন্দু প্রতিশব্দটি নিয়ে আসেন। ঠিক যেমনভাবে তাঁরা ঠুঠুকুদি-র নাম বদল করে তুতিকোরিন করে দিয়েছিলেন’।
প্রসঙ্গত, কমল হাসানের এই মন্তব্যের আগেই চোল রাজবংশ নিয়ে বলতে গিয়ে একই কথা বলেন তামিল পরিচালক ভেট্রিম্মারান। “রাজা রাজা চোলান মোটেই হিন্দু ছিলেন না। কিন্তু বিজেপি সেই পরিচয় মুছে দিতে চাইছে। ইতিমধ্যেই তিরুভালুভারে গৈরিকীকরণের চেষ্টা চালিয়েছে তাঁরা। এটা এখনই বরদাস্ত করা যায় না’। পদ্ম শিবিরকে নিশানা করে বলেছেন জাতীয় পুরষ্কারজয়ী তামিল পরিচালক ভেট্রিম্মারান।
গেরুয়া শিবিরের নেতা এইচ রাজার পাল্টা দাবি, রাজা রাজা চোল হিন্দু রাজাই ছিলেন। ‘পরিচালক ভেট্রিম্মারান মতো ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই আমার। উনি শুধু দেখিয়ে দিন রাজা রাজা চোল গির্জা এবং মসজিদ তৈরি করেছেন। রাজা রাজা চোল নিজেকে শিবপদ্ম সেকারান বলতেন। তখন তিনি হিন্দু ছিলেন না’? কি বলছেন কমল হাসান!