আত্মনির্ভর ভারতের স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে ওঠার কথাও বলে আসছেন তিনি। সাম্প্রতিক অতীতে এই নিয়ে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। তার ফল মিলছে হাতেনাতে। বিশ্ববাজারে ভারতে তৈরি সামরিক সরঞ্জামের চাহিদা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই ৩৫ হাজার কোটি টাকার অস্ত্রশস্ত্র তৈরির বরাত পেয়েছে ভারত। এ কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, দেশে তৈরি অস্ত্র-সহ যুদ্ধে প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার থেকে দিল্লিতে তারই একটি শুরু হয়েছে। আগামীকাল, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদর্শনী পরিদর্শনে যাবেন। ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধনও করবেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রফতানিতে দেশের প্রাথমিক লক্ষ্য হল, ভারত মহাসাগর ও আফ্রিকার দেশগুলোয় ভারতে তৈরি অস্ত্র সামগ্রী রফতানি করা। গত বছর ভারত ১৩ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রফতানি করেছে।
প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, এই বছরের এক্সপোতে মোট ৪৫১টি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও রয়েছে। রাজনাথ সিং জানান, ভারত এখন বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ২৫ দেশের তালিকায় চলে এসেছে। আরও এগোনোর লক্ষ্যে তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও প্রতিরক্ষা খাতে বিনিয়োগে উৎসাহ দেন।