‘খালিস্তান জিন্দাবাদ’, পাঞ্জাবের সাংসদের সামনেই স্লোগান সমর্থকদের, ভাইরাল ভিডিও

জম্মুতে ঢুকতে দেওয়া হয়নি পাঞ্জাবের সাংসদকে। তাতেই ক্ষেপে গিয়ে ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিলেন সাংসদ সমর্থকরা। চুপচাপ দাঁড়িয়ে শুনলেন সাংসদ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

পাঞ্জাবের সাঙ্গরুরের শিরোমণি অকালি দলের সাংসদ সিমরণজিৎ সিং মান। অভিযোগ, আইনশৃঙ্খলার অজুহাতে তাঁকে কাশ্মীরে ঢুকতে দেয়নি স্থানীয় প্রশাসন। এরপর সোমবার রাত থেকে পাঞ্জাব-জম্মু সীমানা লক্ষ্মণপুর এলাকায় অবস্থান বিক্ষোভ করছেন সাংসদ ও তাঁর সঙ্গীরা। সেখান থেকেই ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠেছে বলে খবর।

মানের কথায়, তিনি শিখ সম্প্রদায়ভুক্ত। তাই আরএসএস ও বিজেপি তাঁকে জম্মু-কাশ্মীরে ঢুকতে দিচ্ছে না। সাংসদের আরও অভিযোগ, ‘কাশ্মীরে কোনও প্রশাসনিক শাসন নেই। সেনার শাসন চলছে। ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরিদের অবস্থা কী, জানতে এসেছিলাম। ভূস্বর্গের আসল অবস্থা প্রকাশ্যে আনতে চেয়েছিলাম’।

কাঠুয়ার জেলাশাসক রাহুল পাণ্ডের নির্দেশে জম্মু-কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি সাংসদ মানকে। এমনকী, ওই এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, পাঞ্জাবের সাংসদের জম্মু সফরে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এমনকী, এলাকার শান্তি নষ্ট হতে পারে। এই আশঙ্কায় তাঁকে জম্মুতে ঢুকতে বাধা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.