রামনবমীর দিন হিন্দুদের শোভাযাত্রায় হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে ১২ বছরের এক মুসলিম কিশোরের বিরুদ্ধে। এবার তাকে ৩ লক্ষ টাকা জরিমানা করল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকার।
এপ্রিল মাসে রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রদেশের খাড়গন জেলা। দু’ পক্ষ একে অপরের দিকে পাথর ছোঁড়ে। ভাঙচুর হয় বাড়ি-ঘর। প্রচুর সম্পত্তি নষ্ট হয়। সেই অশান্তির জেরে নষ্ট হওয়া সম্পত্তির ক্ষতিপূরণ অভিযুক্তদের থেকেই আদায় করছে সরকার।
অষ্টম শ্রেণির এক পড়ুয়াকে নোটিস পাঠিয়েছে শিবরাজ সিং চৌহানের সরকার। কিশোরের এক মহিলা প্রতিবেশী অভিযোগ করে, রামনবমীর হিংসায় যুক্ত ছিল ওই কিশোর। প্রতিবেশীর সম্পত্তি নষ্ট ও লুঠ করেছিল সে। অভিযোগের প্রেক্ষিতে কিশোরের কাছে থেকে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ ৯০ হাজার টাকা আদায় করতে চায় রাজ্য সরকার।
এখানেই শেষ নয়। ওই কিশোরের বাবা কালু খানও ভাঙচুরে জড়িত ছিল বলে অভিযোগ। তাঁকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কালু খানের দাবি, ছেলে নির্দোষ। তাঁর কথায়, ‘আমার ছেলে নাবালক। সেদিন যখন এসব হচ্ছিল ও আমাদের ঘরে ঘুমোচ্ছিল। আমরা বিচার চাই’।