নেট মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হল কিয়ারা আডভানী ও আমির খানের প্রথম বিজ্ঞাপন। কিন্তু কেন সরানো হল এই বিজ্ঞাপন? অভিযোগ উঠেছে, এই বিজ্ঞাপন হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। আর এই অভিযোগের জেরেই সরিয়ে দেওয়া হল এক ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞাপন।
ব্যাঙ্কিং সংস্থার উক্ত বিজ্ঞাপনে দেখানো হয়েছে বিয়ের অন্য রীতি। এই ভিডিও দেখা যায়, কিয়ারা ও আমিরের বিয়ে হওয়ার পরে কিয়ারা আমিরের বাড়িতে যাননি। বরং, আমির নিজের বাড়ি ছেড়ে কিয়ারার বাড়িতে এসেছেন। একইসঙ্গে এও দেখানো হয়েছে যে, আমির কিয়ারার অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্ব নিয়েছে।
চিরাচরিত নিয়মের এই বদলকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে আঙুল। এই বিজ্ঞাপনটিকে কেন্দ্র প্রশ্ন তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। তাঁর প্রশ্ন, “আমি কিছুতেই বুঝতে পারছি না, ব্যাঙ্কগুলি কবে থেকে সামাজিক এবং ধর্মীয় রীতি বদলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল? ” অপরদিকে, আবার কিছুজনের মতামত, এই বিজ্ঞাপনটি মুক্ত চিন্তার প্রদর্শনকে সংকীর্ণ মানসিকতার কাছে পরাজয় স্বীকার করতে হচ্ছে।