বুমরাহর চোট থেকে পিচের হাল, দায়িত্ব নিয়েই কড়া কথা বললেন BCCI সভাপতি রজার বিনি

কেন বিশ্বকাপের আগে চোট পেলেন জসপ্রীত বুমরাহ? রবীন্দ্র জাদেজাই বা কেন এমন ভাবে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন। ভারতীয় দলে কী তবে কোনও গলদ আছে? সেই গলদকেই এবার ঠিক করতে চান বিসিসিআই-এর নতুন সভাপতি রজার বিনি। অন্যদিকে ভারতের পিচকে আরও ভালো ও উন্নত মানের করার লক্ষ্য নিতে চান বিনি। বোর্ডের সভা দায়িত্ব নিয়েই নিজের লক্ষ্যের কথা বলে দিলেন বিসিসিআই-এর নতুন সভাপতি রজার বিনি। বোর্ডের সভাপতি হয়েই বিনি বলেন, ‘আমি আপাতত প্রাথমিকভাবে ২টি বিষয়ের উপর ফোকাস করতে চাই। প্রথমে খেলোয়াড়দের ইনজুরি রোধ করা। জসপ্রীত বুমরাহ বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছিলেন, যা পুরো পরিকল্পনাকে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত, আমি ভারতের পিচগুলির উপর ফোকাস করতে চাই।’

মঙ্গলবার ১৮ অক্টোবর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। চেয়ার হারিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিনি। তিনিই এই পদের একমাত্র প্রার্থী ছিলেন। রজার বিনি শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবেন। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ CAB-এর সভাপতি হতে পারেন।

মঙ্গলবার মুম্বইতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ করে, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনিকে বোর্ডের ৩৬তম সভাপতি নির্বাচিত করা হয়। গত তিন বছর ধরে বোর্ডের সভিপতির পদে বসে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে, এই এজিএমে জয় শাহকে আবারও সচিব পদে রেখে দেওয়া হয়েছে। বোর্ডের পদাধিকারীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সরকারিভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ১৯৮৩ সালের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। মঙ্গলবার মুম্বই-এর এক পাঁচতারা হোটেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনিকে বিসিসিআই-এর পরবর্তী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে দায়িত্ব নিয়ে বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব রজার বিনির হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে সৌরভের নামের পিছনে এবার থেকে প্রাক্তনের তকমাটা লেগে গেল। এখন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি হিসাবেই ডাকা হবে।

বিসিসিআই সভাপতির বিষয়ে কথা বলতে গেলে, মঙ্গলবার বোর্ডের এজিএম-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় রজার বিনিকে স্থলাভিষিক্ত করা হয়। বিসিসিআই-এর অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সচিব জয় শাহ, আশিস শেলার (কোষাধ্যক্ষ), রাজীব শুক্ল (ভাইস প্রেসিডেন্ট) এবং দেবজিৎ সাইকিয়া (যুগ্ম সচিব)। বর্তমান কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আইপিএলের নতুন চেয়ারম্যান হবেন।

এদিকে রজার বিনি বোর্ডের ৩৬তম সভাপতি নির্বাচিত হলেন। তিনি বোর্ডের প্রথম সভাপতি যিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। রজার বিনির আগে আরও চারজন সভাপতি ছিলেন যাঁরা ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। তারা হলেন শিবলাল যাদব, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিজিয়ানাগ্রামের মহারাজকুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.