করোনার সময় পিপিই কিট এবং মেডিক্যাল সামগ্রী কেনার নামে অর্থ তছরূপের অভিযোগ উঠল বাম শাসিত কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজার বিরুদ্ধে। অভিযোগ, যে পিপিই কিটের মূল্য মাত্র ৫০০ টাকা সেটি তিনি কিনেছেন ১৫০০ টাকায়। সব মিলিয়ে প্রায় ১৬০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে তাঁর আমলে।
কে কে শৈলজাকে তলব করেছেন কেরলের লোকায়ুক্ত। আগামী ৯ ডিসেম্বর শৈলজাকে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কে কে শৈলজার বিরুদ্ধে অভিযোগটি করছেন স্থানীয় এক কংগ্রেস নেত্রী। লোকায়ুক্তের দাবি, নিজের অভিযোগের স্বপক্ষে নাকি প্রমাণও দিয়েছেন তিনি। এই গোটা দুর্নীতির কথা নাকি মুখ্যমন্ত্রীও জানতেন।
কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর দাবি, পিপিই কিটের স্টক শেষ হয়ে যাওয়ার জন্যই ৫০০ টাকার জিনিস ১৫০০ টাকায় কিনতে হয়েছে তাঁকে। কারণ বেশি দাম দিয়ে কিট না কিনলে চিকিৎসকদের প্রাণ সংশয়ে পড়ে যেত। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তিনি বাড়তি দামে কিট কেনার সিদ্ধান্ত নেন। মোট ১৫ হাজার কিট তিনি বেশি টাকা দিয়ে কিনেছেন। পরে দাম কমে যাওয়ায় ৫০ হাজার কিটের অর্ডার বাতিল করে দিয়েছিল কেরল সরকার। প্রসঙ্গত, কোভিড সামলানো দক্ষতার জন্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছিলেন শৈলজা।