ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস বা এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এর মধ্যেই জন্ম-মৃত্যুর জাতীয় ডেটাবেস তৈরির কাজ শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই খবর প্রকাশ্যে আসতে অনেকেই বলছেন, এনআরসি-র প্রথম ধাপ এটাই।
বর্তমানে জন্ম ও মৃত্যুর নথি রাজ্য স্তরেই রেজিস্টার বা নথিভুক্ত থাকে। তবে কেন্দ্রের পরিকল্পনা, এবার থেকে এই জন্ম-মৃত্যুর নথি কেন্দ্রীয় স্তরে সংরক্ষণ করা হবে। এর জন্য জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন আইন বা রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট-কে সংশোধন করে জনসংখ্যার নথির সঙ্গে নির্বাচনী নথি, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সকে একসঙ্গে মিলিত করার পরিকল্পনা করা হচ্ছে।
কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, রেজিস্ট্রারার জেনারেল অব ইন্ডিয়া নাগরিকদের জন্ম-মৃত্যুর নথি বা ডেটাবেস আপডেট ও নিয়ন্ত্রণ করবে। রাজ্যের রেজিস্ট্রারারদের সঙ্গে মিলিতভাবে এই কাজ করবেন তারা। নিয়মিত বা নির্দিষ্ট সময় অন্তর আধার, রেশন কার্ড, নির্বাচন কমিশন, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সংস্থা বা কর্তৃপক্ষের সাহায্য নিয়ে ডেটাবেস আপডেট করা হবে।
প্রসঙ্গত, তিন বছর আগে অসমে প্রথম এনআরসি শুরু হয়। এরপরে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে দেশজুড়ে বিতর্ক-বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তেই ওই কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপরে করোনা সংক্রমণের কারণেও গণশুমারির কাজ করা সম্ভব হয়নি।