শৈলকুপায় কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৩ ইসলামিক মৌলবাদীকে গ্রেফতার করল পুলিশ। তাদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। ধৃতরা জানিয়েছে, পুলিশের উপর তাদের রাগ ছিল। তাই পুলিশকে শিক্ষা দিতেই হিন্দুদের কালী মন্দিরে ভাঙচুর চালায় তারা।
কালী প্রতিমা ভাঙচুরের ঘটনায় যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তারা হল শৈলকুপা উপজেলার কুশবাড়িয়া গ্রামের এস এম আরব আলীর ছেলে আসাদুজ্জামান হিরো(২৯), পাঞ্জাব আলী খানের ছেলে তুষার হোসেন(৩৩) এবং আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন।
সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান যে গত ৬ অক্টোবর আওয়ামী লীগের উপজেলার পরিচিত নেতা মতিয়ার রহমানের ছেলে দিনার বিশ্বাস এবং জিনারুল নামে দুই যুবক গড়াই নদীতে নৌকায় পিকনিক করছিলেন। সেই পিকনিকে চলছিল উদ্দাম নাচগান ও যৌনতা। পরে পুলিশ সেখানে হানা দিয়ে দুটি নৌকা ও সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে মন্দিরের ভাঙার পরিকল্পনা করে তারা।
সেই মতো ওই দিন রাতে ডাউটিয়া গ্রামের শত বছরের প্রাচীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। তাঁরা প্রতিমার মাথা কেটে মন্দির থেকে কিছুটা দূরে ফেলে রেখে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। চাপে পড়ে যায় পুলিশও। শুরু হয় তদন্ত। এরপরই ৩ জনকে গ্রেফতার করা হয়। তবে প্রতিমা ভাঙচুরের ষড়যন্ত্রকারী দিনার বিশ্বাস এখনও পলাতক।