‘অবস্থান না তুললে আইনানুগ ব্যবস্থা’, হুঁশিয়ারি পুলিশের, ‘ডু অর ডাই’ লড়াইয়ে চাকরিপ্রার্থীরা

‘ডু অর ডাই’-এর লড়াই শুরু হয়েছে সল্ট লেকে। একদিকে বাড়ি থেকে আনা বোতল খাবার সব এক জায়গায় জড়ো করে আমরণ অনশন করার ডাক দিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারীরা। এই অবস্থায় পুলিশে অবস্থান ছাড়ার নির্দেশ দিলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা ঘোষণা করেন আন্দোলনকারীরা….।

চাকরিপ্রার্থীরা জলের বোতল আর খাবার ছুড়ে ফেলে দিয়ে ভাঙা গলাতেই সরাসরি ঘোষণা করেন, “তিশ্রুতি দিয়েছেন, কিন্তু দিদি আজও আমাদের চাকরি দেননি। আমাদের প্রত্যেকের চাকরি চাই। চাকরি না পেলে আমরা আমৃত্যু অনশন করব”। এক এক চাকরিপ্রার্থী কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন করেন, “আমাদের জীবনের এই দিনগুলো দাম কে দেবে? শুধু তো আমরা সাফার করছি না, আমাদের ছেলেমেয়েরাও সাফার করছে। পরিবারটা ভেসে যাচ্ছে”।

অপর এক আন্দোলনকারী চাকরিপ্রার্থীর বক্তব্য, “আমরা তো বঞ্চনার শিকার। আইনানুগ ব্যবস্থা নেবে মানে কী? আমাদের তো টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাবে। আমাদের ওপর অমানবিক অত্যাচার করবে। এই ভাবে কি কখনও দুর্নীতি চাপা দেওয়া যায়? এই প্রশাসন হাজার চেষ্টা করলেও আমাদের টেনে হিঁচড়ে নিয়ে গেলেও এই আন্দোলন চাপা পড়বে না। যোগ্যরা এই অধিকারের লড়াই সারা জীবন লড়বে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.