হিজাব বিরোধী আন্দোলনের জেরে উত্তাল। এই বিক্ষোভ প্রদর্শন মূলত শুরু হয় মাহাসা আমিনি নামক এক ইরানী নারীর মৃত্যুর পরে। মৃতের বাড়ির তরফে অভিযোগ করা হয় যে, ইরানের নীতি পুলিশের পদক্ষেপের জেরে মাহাসা মারা গেছে। এই বিক্ষোভের আগুন কিন্তু এখনও নিভে যায়নি। সম্প্রতি এই ইরানকে কেন্দ্র করেই প্রকাশ্যে এলো গোলাগুলি ও অগ্নিকান্ড।
ঘটনাটি ঘটেছে ইরানের উত্তর তেহরানের ইভিন কারাগারে। এই কারাগারে বন্দী রয়েছেন দেশীয় সহ বিদেশী বন্দিরা। এই কারাগারেই গত শনিবারে উত্তপ্ত হয়ে উঠতে দেখা গেল। এই কারাগারে উঠতে দেখা গেল ধোঁয়া, শুনতে দেখা গেল গোলাগুলির আওয়াজ।
সব মিলিয়ে অস্থির ইরানের কারাগারের স্বাভাবিক পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে বন্দিদের পরিবার আতঙ্কিত অনুভব করছেন বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, মাহাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শনকারী বহু ব্যক্তি এই কারাগারে আটক রয়েছেন। এই অবস্থায় দেশের পরিস্থিতি আরও জটিল হল বলে মনে করা হচ্ছে।