1/5তবে এই ঘূর্ণাবর্তের থেকে কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা বলার সময় এখনও আসেনি বলে জানিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, প্রতি মুহূর্তে সমুদ্রের আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে। হাওয়ার গতিপ্রকৃতি নির্ধারণ করা হচ্ছে। আইএমডি-র ডিরেক্টর জেনারেল সাধারণ মানুষকে ঘূর্ণঝড় সংক্রান্ত গুজবে কান না দেওয়ার জন্য বার্তা দিয়েছেন।
2/5এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উড়িয়ে দিলেও হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এর জেরে বিপর্যয় দেখা দিতে পারে। আর তা হলে দিওয়ালিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
3/5শনিবারই উত্তরবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বর্ষা। আগামী দু’দিনের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী ২ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে।
4/5এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। রবিবার কলকাতা ও আশেপাশের এলাকায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সোমবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে।
5/5আজ কলকাতা ও আশেপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের উপর থাকবে। এর আগে শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল।