ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু মাঠের বাইরে ক্রিকেট নিয়ে কথা বলেন না ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়রা। বরং একেবারে হালকা মেজাজে পরিবার, গাড়ি নিয়ে দু’দলের ক্রিকেটারদের কথাবার্তা হয় বলে জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘সবসময় ক্রিকেট নিয়ে কথা বলে অহেতুক চাপ তৈরির কোনও মানে নেই।’
আগামিকাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। তার আগে শনিবার ১৬ দলের অধিনায়করা যৌথ সাংবাদিক বৈঠক করেন। দ্বিতীয় পর্যায়ে ছিলেন রোহিত এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেই সাংবাদিক বৈঠকে একেবারে হালকা মেজাজে ছিলেন রোহিতরা। ভারতীয় অধিনায়ককে নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে বাবর বলেন, ‘আমার থেকে (রোহিত) বড়। আমি ওর থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি। কারণ ও এত ভালো খেলে এসেছে। কারও থেকে যেটা শেখা যায়, সেটাই আমাদের পক্ষে ভালো।’
বাবরের কথা শুনে হালকা মেজাজে হেসে ফেলেন রোহিত। তারপর রোহিত বলেন, ‘বাবর যেটা বলল, ও একেবার ঠিক বলেছে। আমরা (ভারত-পাকিস্তান ম্যাচের) গুরুত্ব বুঝি। কিন্তু সবসময় সেটা নিয়ে কথা বলে যাওয়া এবং নিজের মধ্যে চাপ তৈরি করার কোনও মানে হয় না। তাই আমাদের যখন দেখা যায়, (তখন পরিবারের বিষয়ে কথা হয়)। এশিয়া কাপে যেমন দেখা হয়েছিল, এখন দেখা হল। (আমাদের যখন দেখা হয়), তখন আমরা নিজেদের পরিবার নিয়ে কথা বলি।’
রোহিত বুঝিয়ে দেন, মাঠে ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে লড়াই, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা বাইরের দুনিয়ায় প্রভাব ফেলে না। বাইরের দুনিয়ায় একেবারে হালকা মেজাজে তাঁদের কথা হয়। ভারতীয় অধিনায়ক বলেন, ‘বাড়িতে কী অবস্থা, সেটা নিয়েই শুধু কথা বলি আমরা। আগের প্রজন্মের খেলোয়াড়রাও আমাদের বলেছিলেন যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পরিবার নিয়ে কথাবার্তা হয়। (আমরাও) জীবন নিয়ে কথা বলি, নতুন কী গাড়ি কেনা হয়েছে, কোন নয়া গাড়ি কিনবে, তা নিয়ে কথা বলি। আমরা সেইসব বিষয় নিয়েই কথা বলি।’