লকেট চট্টোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন বৃহস্পতিবার। মন্তব্য করেছিলেন, হুগলির সাংসদকে তিনি গলার লকেট থেকে পায়ের নূপুর করে ছেড়েছেন। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সেই মন্তব্যের জবাব দিলেন লকেট। শুক্রবার তাঁর পাল্টা, নারীদের সম্পর্কে যে মনোভাব দেখিয়েছেন তৃণমূল নেতা, তা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় থাকলে বিধায়কের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সামনে সজোরে থাপ্পড়ও কষাতেন বলে মন্তব্য করেন লকেট। বিজেপি সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে অসিত যদিও দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। কোনও মহিলাকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না।
গত বিধানসভা নির্বাচনে চুঁচুড়া আসনে অসিতের কাছে হেরেছিলেন লকেট। নীলবাড়ির লড়াইয়ে হারের সেই প্রসঙ্গ টেনে গুড়াপের সভা থেকে বৃহস্পতিবার লকেটকে কটাক্ষ করেন অসিত। তিনি বলেন, ‘‘লকেট গলার ছিল। চুঁচুড়ায় আমি ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। উনি আর কারও গলায় উঠবেন না। পায়ের নীচেই থাকবেন।’’ চ্যালেঞ্জ ছুড়ে অসিত এ-ও বলেন, ‘‘যদি এক বাপের বেটি হয়, তা হলে অসীমা (ধনেখালির বিধায়ক অসীমা পাত্র)-র সঙ্গে লড়ছে কেন? আমার সঙ্গে লড়ুক। আমার সঙ্গে লড়ে তো ২৫ হাজারে বান্ডিল হয়ে গিয়েছিল।’’
শুক্রবার পাল্টা আক্রমণ শানিয়েছেন লকেটও। তিনি বলেন, ‘‘প্রাচীন কালের গল্পে-ইতিহাসে পড়েছি, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের পণ্য হিসেবে দেখা হত। বাইজি প্রথাও দেখেছি। মহিলাদের সঙ্গে যা ইচ্ছে, তা-ই করা হত। খুন করে ফেলে দেওয়া হত নদীর জলে। এঁদের ভাবনাচিন্তা সেই জায়গাতেই রয়ে গিয়েছে। মহিলাদের পণ্য হিসেবেই দেখেন এঁরা। ওঁর আশপাশে যে মহিলারা থাকেন, তাঁরাও দেখুন, তাঁদের সম্পর্কে কী মনোভাব পোষণ করেন তৃণমূল নেতা।’’ লকেট আরও বলেন, ‘‘এক জন মহিলা সাংসদকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত। আমি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওঁর (তৃণমূল বিধায়ক অসিত) বাড়িতে গিয়ে ওঁর স্ত্রীর সামনে সজোরে থাপ্পড় মেরে আসতাম। মহিলারাই এক দিন ওঁকে গাছে বেঁধে পেটাবেন।’’
লকেটের এই মন্তব্যের জবাব দিয়েছেন অসিত। সাংসদ সম্পর্কে তিনি কোনও খারাপ মন্তব্য করেননি বলে দাবি করে বিধায়কের বক্তব্য, ‘‘লকেটদেবী অনেক ছোট মেয়ে। ওঁকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। কোনও মহিলাকেই অপমান করতে শেখাননি আমার বাবা-মা। মুখ্যমন্ত্রীও আমাদের মহিলাদের সম্মান করতে বলেন। লকেটদেবীর বোঝা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ও মহিলা।’’ বিজেপি নেতারা যখন মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করেন, তখন কেন লকেট প্রতিবাদ করেন না, পাল্টা সে প্রশ্ন তুলে নিজের আগের মন্তব্যের ব্যাখ্যাও দেন বিধায়ক। তাঁর বক্তব্য, ‘‘আমি খারাপ কিছু বলিনি। আপনি (লকেট) ধাপ্পাবাজি করে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গলার লকেট হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে মানুষ আপনার সেই ধাপ্পা বুঝে গিয়েছেন। তাঁরাই আপনাকে পায়ের নূপুর করেছেন। আমার দলের মেয়েরা আমাদের সম্পদ। তাঁদের নিয়ে নোংরা কথা বলা আপনি বন্ধ করুন।’’