আবারও চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার পরিবারের বিরুদ্ধে। এক্ষেত্রে অভিযোগ, তৃণমূল নেতার ভাই পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার টোপি দিয়ে টাকা আত্মসাৎ করেছে। সিবিআই ও ইডির তল্লাশির আবহে এই খবর প্রকাশ্যে আসতে অস্বস্তি বাড়ল শাসকদলের।
ঘটনাটি নদীয়া জেলার কৃষ্ণনগরের চাপড়া থানা এলাকার। এই এলাকারই বাসিন্দা অভিযুক্ত আসান শেখ। তাঁর বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন চাকরিপ্রার্থীর মা মিঠু হালদার। তাঁর অভিযোগ, আসান শেখ চাকরি দেওয়ার টোপি দিয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
মামলা দায়ের করা প্রসঙ্গে মিঠু হালদারের বক্তব্য, “উনি বলেছিলেন, আমার দাদা তৃণমূলের সভাপতি। তাঁর অনেক ক্ষমতা আছে। আমায় টাকা দাও, চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব”। অভিযুক্ত আসান শেখের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তো দেননি। উপরন্তু, কলকাতায় নিয়ে গায়ে ঘুরিয়ে ফিরিয়ে চাকরির দেওয়া হয়নি। অভিযোগকারীরা টাকা ফেরত চাইলে অভিযুক্ত মারধোর করে বলেও দাবি করা হয়েছে।