হিন্দু পরিচয় দিয়ে মন্দিরে ঢুকেছিলেন। হাতে লাল তাগা, কপালে তিলক দেখে সন্দেহ করেনি কেউ। নিজের নাম বলেছিলেন রোহিত। কিন্তু মন্দিরে ঢুকেই বাঁধালেন আসল কীর্তি। দানবাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন হাতেনাতে।
মন্দিরে উপস্থিত ব্যক্তিরা পরিচয় জিজ্ঞেস করলে তখনও নিজেকে রোহিত বলেই চালাচ্ছিলেন। কিন্তু দু’ ঘা পড়তেই বেরিয়ে আসে আসল নাম – মহম্মদ জুবের। উত্তর প্রদেশের বরেলির প্রেমনগর থানার অন্তর্গত বড়া বাগ এলাকার শ্রী হনুমান মন্দিরের ঘটনা। জুবেরকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনায় জড়িত মুসলিম যুবকের কাছ থেকে দান বাক্স থেকে চুরি করা ১৬৯২ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৫০৬, ৫১১ এবং ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্দিরে ঢোকার পর ইসলামিক স্লোগান দেয় এবং হিন্দু দেব-দেবী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করে। শুধু চুরি নয়, অন্য কোনও উদ্দেশ্য নিয়ে ওই মুসলিম হিন্দু মন্দিরে ঢুকেছিলেন বলে তাঁদের অভিযোগ।