আরএসএস কর্মীদের উপর হামলা চালাল ইসলামিক মৌলবাদিরা। কর্ণাটকের হাভেরি জেলার রাত্তেহাললি গ্রামের ঘটনা। আরএসএসের রুট মার্চের আগে রাস্তার সমীক্ষা করছিলেন কয়েকজন সংঘ কর্মী। সেই সময়ই তাঁদের আক্রমণ করে স্থানীয় মুসলিমরা।
অভিযোগ, কয়েকজন মুসলিম যুবক সংঘের কর্মীদের ঘিরে ধরে এলোপাথাড়ি মারতে শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন আশেপাশে থাকা আরও কিছু যুবক। পরে পুলিশ গিয়ে যুবকদের উন্মত্ত মৌলবাদীদের হাত থেকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। এক সংঘ কর্মী এই হামলায় গুরুতর আহত এবং আরও কয়েকজন জখম।
ঘটনার পরই তদন্তে নেমে পুলিশ মোট ২০ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ‛আঞ্জুমান-ই-ইসলাম’ নামে একটি মুসলিম সংগঠনের সভাপতিও রয়েছেন। পুলিশের সন্দেহ এই হামলার পিছনে সংগঠনটির হাত থাকতে পারে।
এদিকে সংঘ কর্মীদের উপরে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে কর্ণাটক বিজেপি। বিজেপির মুখপাত্র এস প্রকাশ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‛রাজ্যের আইন-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সংঘের কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে’।