গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে কোমর ভেঙে গিয়েছিল ভারতীয় ব্যাটিংয়ের। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেননি রোহিত শর্মারা। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এ বারেও বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের সামনে পাকিস্তান। অর্থাৎ, সামনে সেই শাহিন। কী ভাবে তাঁর বিরুদ্ধে ব্যাট করা উচিত তার ক্লাস নিলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
সম্প্রচারকারী চ্যানেলে একটি অনুষ্ঠানে গম্ভীর বলেন, ‘‘শাহিনের বিরুদ্ধে কোনও রকমে বাঁচার জন্য খেললে চলবে না। ওর বলে মারার চেষ্টা করতে হবে। কারণ, বাঁচার চেষ্টা করলে পা ঠিক জায়গায় যাবে না, ব্যাট ঠিক মতো নামবে না। তখনই সমস্যা। আক্রমণাত্মক মেজাজে ওকে খেলতে হবে।’’
শাহিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তুরুপের তাস, এ কথা মানলেও গম্ভীরের মতে, ভাল বোলাররাও মার খেলে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেন। তিনি বলেন, ‘‘শাহিন ভয়ঙ্কর বোলার। বাবর চেষ্টা করবে ওকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে। কিন্তু এক ওভারে শাহিন মার খেলেই ওর ছন্দ খারাপ হবে। তখন ও নিজের শক্তির বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে। রোহিতদের সেটা কাজে লাগাতে হবে।’’
শাহিনের বিরুদ্ধে ভাল খেলার ক্ষমতা ভারতের ব্যাটারদের রয়েছে বলে মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘‘ভারতের প্রথম চার ব্যাটার যথেষ্ট ভাল। ওরা শাহিনের বিরুদ্ধে রান করতে পারবে। শুধু মানসিকতা ইতিবাচক রাখতে হবে। ভয় পেলে চলবে না।’’
২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গত বারের হারের বদলা নিতে মরিয়া রোহিতরা। তার জন্য শাহিনের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন গম্ভীর।