টাকা নিয়ে পরিবহন দফতরে নিয়োগ করা হচ্ছে, শুক্রবার বিধানসভায় এই অভিযোগ তোলেন কংগ্রেসের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়। এরপরেই মন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে নজিরবিহীন গণ্ডগোল তৈরি হল রাজ্য় বিধানসভায়৷
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যে স্বয়ং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ওয়েলে নেমে বিক্ষোভ সামাল দিতে হয়৷
কংগ্রেস বিধায়কের অভিযোগের উত্তরে তাঁকে প্রমাণ দিতে বলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রমাণ দিতে না পারলে বিধানসভায় ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন পরিবহণ মন্ত্রী৷ এরপর এই নিয়েই শুরু হয় বিতর্ক। পরিস্থিতির ক্রমশ অবনতি হয়৷
শুরু হয় হাতাহাতি৷ কংগ্রেসের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় রীতিমত তেড়ে যান শুভেন্দু অধিকারীর দিকে৷ প্রথমে কংগ্রেস, পরে বাম বিধায়করাও বিক্ষোভে সামিল হন৷
পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ দুই পক্ষকে তিনিই অবশেষে শান্ত করেন৷