সাত সকালে টালিগঞ্জের প্রযোজনা সংস্থার গোডাউনে লাগল বিধ্বংসী আগুন। এই অগ্নিকাণ্ডের জেরে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো গোডাউন। আগুনের শিখা এতটাই বিধ্বংসী ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে ১৫টি ইঞ্জিনের প্রয়োজন পড়ে। শেষপর্যন্ত যদিও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, তা নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল কর্মীদের নাজেহাল হয়ে যেতে হয়।
ঘটনাটি ঘটে সকাল ৬টা নাগাদ টালিগঞ্জের এক প্রযোজনা সংস্থার গোডাউনে। এই ঘটনাটিকে কেন্দ্র করে গাফিলতির অভিযোগ ওঠে দমকল বাহিনীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, দমকল বাহিনী ঘটনাস্থলে দমকল ইঞ্জিন নিয়ে গেলেও জল নিয়ে যায়নি, যার ফলে আবাসনের কাছ থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। দাবি করা হয়েছে, ঘটনার সময় গোডাউনে ভেতর কেউ উপস্থিত ছিল না। তাই, কেউ আটক থাকার সম্ভাবনা খুব কম।
অপরদিকে, এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এই প্রসঙ্গে বলেন, “সব ঠিক আছে। আগে আগুন নেভানোটাই লক্ষ্য”। জানা গেছে, গোডাউনের মাথায় একটি টিনের শেড ছিল। আগুনে তাপে তা একসময় সশব্দে ফেটে উড়ে যায়। গোডাউনে দাহ্য বস্তু উপস্থিত থাকায় খুবই দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।