মোমিনপুর কাণ্ডের বল এবার গড়াল কলকাতা হাই কোর্টে। কলকাতার বুকে হিংসার ঘটনায় দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে উচ্চ আদালতে। প্রথমে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। জানা গিয়েছে, মোমিনপুর নিয়ে নব্যেন্দু কুমার বন্দোপাধ্যায় নামক এক ব্যক্তি ই-মেল করে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে একটি চিঠি দিয়েছিলেন। নব্যেন্দুবাবুর দাবি ছিল, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা দায়ের করা হোক এই ঘটনায়।
এদিকে গতকালই মোমিনপুর নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করেন বিজেপির আইনজীবী সেলের সদস্য সুস্মিতা সাহা দত্ত। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে এই আবেদন করেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয়মাল্য বাগচী। এদিকে মোমিনপুরে হিংসা ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ। আজকে পর্যন্ত একবালপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক বলে জানা গিয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুজোর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার একবালপুর, মোমিনপুর এলাকায়। বোমা, ইট, কাচের বোতল ছোঁড়ার অভিযোগ ওঠে। দোকান, বাইক ভাঙচুর করা হয়। পরে একবালুপুর থানায় ঢুকে একদল বিক্ষোভকারী ভাঙচুর চালায়। রীতিমতো থানা দখল হয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনায় দুই পুলিশ আধিকারিক জখম হন বলে দাবি করা হয়। পরে আজ সকাল থেকে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ জারি করা হয়। মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। রাজভবনে গিয়ে সরাসরি রাজ্যপালের সঙ্গে দেখাও করে আসে বিজেপির প্রতিনিধি দল। তবে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে সেখানে।