উত্তপ্ত মোমিনপুর। জেহাদিদের আক্রমণের জেরে প্রায় ৫ হাজার হিন্দু ঘরছাড়া বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ৩ জন পুলিশ অফিসার আক্রান্ত হন বলেই অভিযোগ তাঁর। যদিও রাজ্য পুলিশের এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু।
এর আগেই এই ঘটনা সম্পর্কে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সোমবার যত শীঘ্র সম্ভব কলকাতার মোমিনপুর, একবালপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তুলে মিছিল করে তিনি বিধানসভা থেকে রাজভবনে যান।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, রবিবার রাতের ঘটনায় রাজ্য সরকারের তিন পুলিশ আধিকারিকও আক্রান্ত হয়েছেন। তিনি স্লোগান দেন তারা দ্বিতীয় নোয়াখালী হতে দেবেন না মোমিনপুরকে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি। শুভেন্দুর দাবি, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।
রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গত রাতের ঘটনায় কলকাতার বুকে ৫ হাজার হিন্দু ঘর ছাড়া হয়েছে, রাজ্যের তিন আইপিএস আধিকারিক আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে কালবিলম্ব না করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।