শেষ আপডেট:১১ অক্টোবর ২০২২ ১৮:১৫
ভারত ২ উইকেটে ৮৫
১৫ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৪১) এবং শ্রেয়স (১৬)। জয়ের জন্য ৩৪ ওভারে ভারতের দরকার ১৫ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৮:১১
ভারত ২ উইকেটে ৭৭
১৫ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩৬) এবং শ্রেয়স (১৫)। জয়ের জন্য ৩৫ ওভারে ভারতের দরকার ২৩ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৮:০৩
ভারত ২ উইকেটে ৭৪
১৩ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩৩) এবং শ্রেয়স (১৫)। জয়ের জন্য ৩৭ ওভারে ভারতের দরকার ২৬ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৭:৫৮
ভারত ২ উইকেটে ৬৫
১২ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩২) এবং শ্রেয়স (৭)। জয়ের জন্য ৩৮ ওভারে ভারতের দরকার ৩৫ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৭:৫১
আউট ঈশান
১০ রান করে আউট হলেন ঈশান। ভারত ২ উইকেটে ৫৮ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৭:৪৭
ভারত ১ উইকেটে ৫৩
১০ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (৩১) এবং ঈশান (৬)। ভারতের জয়ের জন্য ৪০ ওভারে দরকার ৪৭ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৭:৩৩
ধাওয়ান আউট
৮ রান করে রান আউট হলেন ধাওয়ান। ৬.১ ওভারে ভারতের রান ১ উইকেটে ৪২।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৭:২২
ভারত বিনা উইকেটে ২৪
৪ ওভার শেষ। উইকেটে আছেন শুভমন (১৬) এবং ধাওয়ান (৬)।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৬:২০
৯৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস
জানসেনকে (১৪) আউট করলেন কুলদীপ। ১৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৬:১৩
আউট নখিয়ে
নখিয়েকেও (০) আউট করলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৯৪ রান। কুলদীপের সামনে হ্যাটট্রিকের সুযোগ।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৬:১২
আউট ফরটুইন
ফরটুইনকে (১) আউট করলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৯৪ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৬:০২
আউট ক্লাসেন
ক্লাসেনকে (৩৪) আউট করলেন শাহবাজ়। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৯৩ রান
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:৪৩
আউট ফেহলুকওয়ায়ো
কুলদীপের বলে বোল্ড ফেহলুকওয়ায়ো।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:৩৭
আউট মিলার
মিলারকে (৯) আউট করলেন ওয়াশিংটন, দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬৬ রান
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:১৯
আউট মার্করাম
মার্করামকে (৯) আউট করলেন শাহবাজ়, দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৪৩ রান
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:১৭
দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪২
১৫ ওভার শেষ, ব্যাট করছেন মার্করাম (৯) এবং ক্লাসেন (৬)
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৪:৫৩
আউট হেনড্রিকস
হেনড্রিকসকে (৩) আউট করলেন সিরাজ। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ২৬ রান। উইকেটে আছেন মার্করাম (১)।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৪:৪৭
দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ২৫
৯ ওভার শেষ, ব্যাট করছেন হেনড্রিকস (৩) এবং মার্করাম (শূন্য)
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৪:৪২
আউট মালান
১৫ রান করে আউট মালান। সিরাজের বলে ক্যাচ নিলেন আবেশ। ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ২৫ রান।
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৪:২৮
দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ১৫
৫ ওভার শেষ। ব্যাট করছেন মালান (৭) এবং হেনড্রিকস (১)