মোমিনপুর যাওয়ার পথে আটক করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের সাংসদ সল্টলেক থেকে মোমিনপুরের দিকে যাচ্ছিলেন। চিংড়িহাটায় সুকান্তকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।
রবিবার মোমিনপুরের হিন্দুদের উপর হামলা হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। কাচের বোতল ছোঁড়াছুঁড়িও হয়। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ। সোমবার সকালেও নজরদারি চলে।
লক্ষ্মীপুজোর সন্ধেবেলা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সুকান্ত মজুমদাররা টুইটে মোমিনপুর নিয়ে সরব হতে থাকেন। কেন্দ্রীয় বাহিনী চেয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠি দেন রাজ্যপালকেও।
ওই চিঠিতে শুভেন্দু লেখেন, ইকবালপুর থানা দখল করে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ করেন শুভেন্দু।