দলের কর্মীদেরই হুমকি দিয়ে বসলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভরতপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক। সেখানে তিনি বলেন, ‘পাঙ্গা নিলে তাড়া করব, এমন দৌড় করাব পালাবার পথ পাবে না’।
তৃণমূলের একাংশই জানাচ্ছেন, হুমায়ুনের এই বক্তব্যের নিশানায় মুর্শিদাবাদের সাংসদ তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান। নওদার প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদের সংসদ আবু তাহেরের সঙ্গে হুমায়ুনের দ্বৈরথ দীর্ঘ দিনের। সদ্য ব্লক সভাপতি পরিবর্তন নিয়ে সেই দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।
বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এবং ব্লক নেতৃত্ব। তাঁদেরই একাংশকে নিশানা করে তোপ দাগেন প্রাক্তন মন্ত্রী। তাঁর অভিযোগ, কয়েক জন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় ওই বিধায়ককে।
হুমায়ুনের কথায়, ‘অধীর চৌধুরীর কিচেন রুমের সদস্য ছিলাম। এখন যারা চেয়ারম্যান, সভাপতি, তারা ওই বাড়ির সামনে তৃতীয় সারিতে বসে থাকত। তাদের কেউ যদি এখন পাঙ্গা নিতে আসে বহরমপুরে এমন দৌড় করাব যে, ছুটে পালানোর পথ পাবে না।’
আবার বহরমপুরের কংগ্রেস সংসদ অধীরের প্রশস্তি করতেও শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক। হুমায়ুন এ-ও বলেন, ‘যারা যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা যেন তাদের গুরুর কাছে খোঁজ নিয়ে নেয় যে হুমায়ুন কবীর কী জিনিস!’