মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই হিজাব বিরোধী আন্দোলেন উত্তাল ইরান। প্রকাশ্যে হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামিক সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন সে দেশের মানুষ। এবার সেই ঢেউ এসে লাগল ভারতেও মুম্বইয়ের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে চুল কেটে মাহসার মৃত্যুর প্রতিবাদ জানালেন ইরানি অভিনেতা মন্দনা করিমি।
জন্মসূত্রে ইরানি হলেও কর্মসূত্রে মুম্বইতে থাকেন মন্দনা। গত সপ্তাহে ১৭ মিনিট লম্বা একটি ভিডিয়ো তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেথা যায় মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে একাই নিজের চুল কেটে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন মন্দনা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ইরানের জন্য, আমার মায়ের কান্নার জন্য, আমার ভাইয়ের ভাঙা মুখ এবং হৃদয়ের জন্য, ঘুমহীন রাতের জন্য, জীবনের স্বাধীনতার জন্য।’
এই আবহে এবার মুখ খুললেন বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর প্রশ্ন, মন্দনা করিমিকে কেন এই হিজাব বিরোধী প্রতিবাদে একা দেখা গেল? বাকিরা কোথায়? একটি টুইটে তসলিমা লেখেন, ‘ইরানি অভিনেত্রী মন্দনা করিমি হিজাবের বিরুদ্ধে মুম্বইয়ে একা প্রতিবাদ জানান। কেন তিনি একা প্রতিবাদ জানাচ্ছেন? হিজাব পরতে বাধ্য হওয়া মুম্বইয়ের মুসলিম নারীরা কেন তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন না? ’