দশেরার মিছিল নিয়ে হেরিটেজ মাদ্রাসায় ঢুকে পুজো করলেন হিন্দুত্ববাদীরা। এমনই অভিযোগ উঠল বিজেপি শাসিত কর্ণাটকের বিদারে। ‘জয় শ্রীরাম’, হিন্দু ধর্মের জয় হোক’ স্লোগানও দেওয়া হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কর্ণাটকের বিদারের মাহমুদ গাওয়ান মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৪৬০ সালে। এই মাদ্রাসাটিকে হেরিটেজ তকমা দিয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এমনকী, এই সৌধটি জাতীয় সৌধের মর্যাদাও পেয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দু ধর্ম জয়’ স্লোগান দিতে দিতে ওই মাদ্রাসার সামনে হাজির হয় ভিড়। তালা ভেঙে ভিতরে ঢুকে মাদ্রাসার সিঁড়িতে দাঁড়িয়েও ওই স্লোগান দিতে থাকেন ভিড়ে শামিল মানুষজন। এর পর মাদ্রাসার এক কোণে পুজো সারেন তাঁরা। অশান্তি চলাকালীন মোবাইল ফোনে কিছু জন গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ঘটনায় থানীয় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তাতে ন’ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তাতে হুঁশিয়ারি দিয়েছে সেখানকার মুসলিম সংগঠনগুলি। বৃহস্পতিবারই এ নিয়ে ছোট ছোট প্রতিবাদসভা চোখে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার না করা গেলে, শুক্রবার নমাজের পর বিরাট প্রতিবাদ মিছিল বার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।