গুজরাতে নবরাত্রির অনুষ্ঠানে একাধিক মণ্ডপে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে। আহত হয়েছেন ৬ জন। অভিযুক্তদের মধ্যে ৪৩ জনকে শনাক্ত করে পুলিশ। এই দলে মুসলিম মহিলারাও ছিল। গ্রেফতার হয় মোট ১০ জন। দশমীর সকালে গ্রেফতার হওয়া অভিযুক্তদের প্রকাশ্য দিবালোকে ইলেকট্রিক পোস্টে বেঁধে পেটাল গুজরাত পুলিশ।
অভিযুক্তদের প্রকাশ্যে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ৯ অভিযুক্তকে গ্রেফতার করে গ্রামবাসীদের সামনে আনা হয়। তারপর বিদ্যুতের খুটির সঙ্গে বেঁধে চলে আরম্ভ হয় লাঠিপেটা। গ্রামের সাধারণ মানুষের সমর্থনও ছিল পুলিশের পক্ষে।
সোমবার রাতে গুজরাতের খেড়ার উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় হামলা চালানো হয়। তখন চলছিল গরবা নাচের অনুষ্টান। সেখানেই চালানো হয় হামলা। ওই অনুষ্ঠানস্থলের পিছনের দিকে অ্যাপ্রোচ রোডেও চলে হামলা। ছোড়া হয় পাথর। আহত হন কমপক্ষে ছ’ জন। এই পরিস্থিতিতে গ্রামে পুলিস মোতায়েন করা হয়।
খেড়ার পুলিস সুপার রাজেশ গাধিয়া জানান, ‘আরিফ এবং জাহির নামে ওই দুই ব্যক্তির নেতৃত্বে একদল লোক নবরাত্রির গরবা নাচের জায়গায় ঢুকে পড়ে এবং ঝামেলা পাকাতে শুরু করে। তারপর ওরা পাথর ছুড়তে থাকে। তার জেরে ছ’ জন আহত হয়েছেন। সমস্ত অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিস মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে উপযুক্ত পদক্ষেপও।’