গুজরাতে নবরাত্রির মণ্ডপে পাথর ছুঁড়ল মৌলবাদী মুসলিমরা। ইটের আঘাতে জখম ৬। পুলিশ জানিয়েছে, আরিফ এবং জাহির নামে দুই যুবকের নেতৃত্বে একদল মুসলিম প্যান্ডেলে ঢুকে ঝামেলা পাকায়। পাথর ছোঁড়ে।
সোমবার রাতে গুজরাটের খেড়ার উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় হামলা চালানো হয়। যেখানে গরবা নাচ হচ্ছিল, সেখানে হামলা চালানো হয়। ওই অনুষ্ঠানস্থলের পিছনের অ্যাপ্রোচ রোডেও চলে হামলা। ছোঁড়া হয় পাথর। আহত হয়েছেন কমপক্ষে ছ’জন। সেই পরিস্থিতিতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
খেড়ার পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, ‘আরিফ এবং জাহির নামে ওই দুই ব্যক্তির নেতৃত্বে একদল লোক নবরাত্রির গরবা নাচের জায়গায় ঢুকে পড়ে এবং ঝামেলা পাকাতে থাকে। তারপর ওরা পাথর ছুড়তে থাকে। তার জেরে ছ’ জন আহত হয়েছেন। সমস্ত অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে উপযুক্ত পদক্ষেপও।’