সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার অভিযোগে রবিবারে গ্রেফতার হল তিন ব্যক্তি। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (ISI) হয়ে শহরে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল। ধৃত তিনজনের নাম পরিচয়ও জানা গেছে বলে খবর।
পুলিশের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে জানাতে পারা যায় যে, ধৃতদের নাম যথাক্রমে মোহদ সামিউদ্দিন (৩৯), আব্দুল জ়াহেদ (৪০), মাজ় হাসান ফারুক। জানা গেছে, হায়দ্রাবাদ পুলিশ মোহদ সামিউদ্দিনকে সায়েদাবাদ থেকে, আব্দুল জ়াহেদকে মুসারামবাঘ থেকে এবং মাজ় হাসান ফারুককে হুমায়ুন নগর থেকে গ্রেফতার করে।
হায়দরাবাদ পুলিশ কমিশনার সি ভি আনন্দ এই প্রসঙ্গে জানান, “অভিযুক্তরা বিস্ফোরণ এবং একাকি হামলা সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর ষড়যন্ত্র করেছিল। পুলিশ তাদের কাছ থেকে চারটি হ্যান্ড গ্রেনেড, ৫, ৪১, ৮০০ টাকা নগদ ও একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে”। তিনি আরও বলেন, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল এবং মালাকপেট থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল”।