মধ্যপ্রদেশের গর্বা অনুষ্ঠানে বাঁধল তুমুল শোরগোল। এই গর্বা অনুষ্ঠানে কোনো মুসলিম প্রবেশ করতে পারবে না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশে। এরপরেও, তিন মুসলিম ছেলে অনুষ্ঠানে প্রবেশ করায় দেখা দিল তুমুল উত্তেজনা।
ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের উজ্জয়নী শহরের ভিআইপি কোঠি রোডে আয়োজিত গর্বা অনুষ্ঠানকে কেন্দ্র করে। নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় ও ধর্মীয় পোশাক পরে ঐতিহ্যবাহী গর্বা অনুষ্ঠানে প্রবেশ করতে হয়েছে সবাইকে। পাশাপাশি সমস্ত প্রবেশকারীদের পরিচয় পত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে, বজরং দলের জেলা সংযোজক অঙ্কিত চৌবের বক্তব্য, “বিগত তিন দিন ধরে আমাদের কাছে খবর ছিল গরবা অনুষ্ঠানে ৩ মুসলিম যুবক বান্ধবীদের নিয়ে হাজির হচ্ছিল। আজ আমাদের দল তৈরিই ছিল। আমরা প্রথমে মঞ্চ থেকে ঘোষণা করি তারা যেন নিজের থেকে বেরিয়ে আসে। এরপরই একজনকে খুঁজে পাওয়া যায়। বাকি দুজন পালিয়ে যাচ্ছিল। তাদেরকেও ধরা হয়। তিনজনকেই পুলিসের হাতে তুলে দেওয়া হয়।