দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অষ্টমীর দিন শুরু হল আকাশের মুখ ভার দিয়েই। এরই মধ্যে সোমবার তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ভারী বৃষ্টিতে ভাসতে পারে শহর কলকাতাও। সারা দিন ধরে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বোনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মাঝারি বৃষ্টিতে কলকাতা ভিজতে পারে নবমীতেও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অষ্টমী এবং নবমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমী এবং নবমীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরে। দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় অষ্টমীতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহেও।
অষ্টমী থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মেনে অষ্টমীর সকালে বৃষ্টিতে ভিজল দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা। বালুরঘাটে সোমবার সকালে এক পশলা বৃষ্টি হয়েই আবার থেমে গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের আনাগোনা রয়েছে। পুজোর মধ্যে এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই নবমী পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে।
তবে দশমীতে বৃষ্টি কিছুটা কমতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, দশমীর দিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা।