পুরো বাংলাদেশই মেতে উঠেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। সে দেশের হিন্দু হোক বা মুসলমান উৎসবে শামিল হচ্ছে সবাই। কিন্তু, এই পরিস্থিতিতেই জঙ্গি হামলার আশঙ্কা করল বাংলাদেশ সরকার। এই মর্মে শুরু হয়ে গেছে গ্রেফতার প্রক্রিয়াও।
ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলামের বিবৃতি অনুযায়ী, তিনি দুর্গাপূজার আবহে মোট দুটি সম্ভবনাকে ভয় পাচ্ছেন। এই দুটি সম্ভাবনার নামও উল্লেখ করেন তিনি। তাঁর অনুমান, বাংলাদেশের দুর্গাপুজো টার্গেট হতে পারে এমন সম্ভাব্য ঘটনা দুটি হল যথাক্রমে জঙ্গি হামলা এবং গুজবের কারণে হওয়া সামাজিক দাঙ্গা।
মূলত চলতি সপ্তাহে বৃহস্পতিবারে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়ে সম্ভাব্য দুই হামলার কথা দাবি করেন তিনি। প্রসঙ্গত, তাঁর মনে এই সংশয় জন্ম নেওয়ার কারণ হল ২০২১ সালে বাংলাদেশের কুমিল্লায় ঘটা দুর্গামণ্ডপ হামলা। এই হামলার প্রভাব পরবর্তীকালে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জে দেখা দিলে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। পরবর্তীকালে এই ঘটনার আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশকে। তারপরই ২০২২-এর দুর্গাপুজোকে কেন্দ্র করে উদ্বেগ জাহির করলেন ঢাকার পুলিশ কমিশনার।