টেট তদন্তকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে সিবিআই-কে। যদিও, উৎসবের আবহে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছেন। তাহলে তারপরেও ভর্ৎসনার মুখে পড়তে হল কেন?
টেট দুর্নীতিকে কেন্দ্র করে একটি শুনানির আয়োজন করা হয় ৩০শে সেপ্টেম্বর তারিখে। এই শুনানির বিষয় ছিল মানিক ভট্টাচার্যকে কেন্দ্র করে। ওইদিন সুপ্রিমকোর্ট মানিক ভট্টাচার্যকে আরও কয়েকদিন হেফাহজতে রাখার আবেদন জানায়। এরপরেই সুপ্রিমকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে প্রশ্ন করা হয় যে, এখনও টেট তদন্তে এত সময় লাগছে কেন?
সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে সিবিআই-এর আইনজীবীকে প্রশ্ন করা হয়, “টেট তদন্তে এত দেরি হচ্ছে কেন? সিবিআই দশকের পর দশক ধরে এক একটা মামলার তদন্ত করে কেন? ” এরপরে সিবিআই নির্দিষ্ট সময় জানতে চাইলে, আবারও ডিভিশন বেঞ্চ বলে ওঠে, “আপনারা নির্দিষ্ট সময় বলুন। আদালত চায় না বছরের পর বছর তদন্ত চলুক”। এর উত্তরে সিবিআই-এর আইনজীবী আর কিছু বলেননি বলে খবর।