আজ মহাষ্টমী, দিকে দিকে দেবী-বন্দনা, স্তোত্রপাঠে গমগম করছে আকাশ-বাতাস

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে মাইকে চলছে স্তোত্রপাঠ৷ সাড়ম্বরে হচ্ছে দেবী বন্দনা। দিকে দিকে নেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলীর প্রস্তুতি।

আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও হচ্ছে৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ চলছে। আর দু’ দিন বাকি পুজোর। উত্সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷

মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সন্ধিপুজো৷ রীতি মেনে বাড়ি ও বারোয়ারি পুজোয় সন্ধিপুজো হয়। এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে।

প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ৷ কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মেদিনীপুর-সর্বত্রই সন্ধিপুজোর আচারে রীতি ও ঐতিহ্য অটুট৷

এদিকে, অষ্টমীতেই দক্ষিণবঙ্গে ফের অসুর রূপে দেখা দিতে পারে বৃষ্টি। নবমীর দিন বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। উপকূল থেকে ভিতরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গে ধারাবাহিকভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.