মুসলিম তরুণীর সঙ্গে প্রেম করায় হিন্দু যুবকের গলা কেটে খুন। শুধু তাই নয়, দীপক ত্যাগী নামে ওই যুবকের কাটা মুণ্ড এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই ওই মুসলিম তরুণীর পরিবার এবং আত্মীয় মিলে মোট ৬ জনকে গ্রেফতার করেছে। এদিকে কাটা মুণ্ড ছাড়া দীপকের শেষকৃত্য করতে অস্বীকার করেছে তাঁর পরিবার।
বৃহস্পতিবার খেতের মধ্য থেকে দীপক ত্যাগীর মুন্ডহীন শরীর উদ্ধার হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনার ছড়ায়। খবর যায় পুলিশের কাছে। পাশেই মুসলিম অধ্যুষিত আহমেদপুর গ্রাম হওয়ায় বাড়তি বাহিনী নিয়ে প্রস্তুত ছিল পুলিশ, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পরে স্থানীয়রা খুনে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন। উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের অনেক প্রতিশ্রুতি সত্বেও অবরোধ তোলেননি তাঁরা। পরে উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী দীনেশ খটিক উপস্থিত হয়ে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।
দীপকের পিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পারে যে পাশের গ্রাম আহমেদপুরের এক মুসলিম তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার এ নিয়ে দীপককে হুমকি দিলেও সে সম্পর্ক থেকে পিছিয়ে আসেনি। তারপরই ওই মুসলিম তরুণীর পরিবার ও আত্মীয়দের মধ্যে খুনে জড়িত সন্দেহে গ্রেফতার করে পুলিশ।