রবিবার সপ্তমীর দিনে কথা ছিল ছোট্ট বাচ্চাটাকে সঙ্গে নিয়ে প্যান্ডেল হপিং করার, এমনটা বলতে বলতেই ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন ধর্মতলার গান্ধী মূর্তির পাশে ধরনাতলায় বসে থাকা আন্দোলনকারী চাকরিপ্রার্থী।’
তিনি জানালেন, “বিশ্বাস করুন, আমাদের এখানে আজ থাকার কথা ছিল না। আমাদেরও প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার কথা ছিল। কিন্তু আমাদের চাকরি তো চুরি হয়ে গেছে। আমরা যোগ্য প্রার্থী এখানে সবাই। আমরা আমাদের হকের চাকরিটা দাবি করছি। আমাদের চাকরি আমাদের ফেরান। আমার ঘরে একটা সন্তান আছে। তাঁকে হাত ধরে প্যান্ডেলে নিয়ে যাওয়ার বদলে ঘরে দরজা বন্ধ করে রেখে এসেছি। আমরাও তো মানুষ। আমাদের প্রাপ্যটাও তো পাওয়া দরকার”।
অপরদিকে, পুজোর মাঝেও আন্দোলন চালাতে থাকা চাকরিপ্রার্থীদের আন্দোলন করতে থাকা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পুজোর মধ্যেও রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে চাকরি প্রার্থীদের। মা দুর্গা অসুর নাশ করুক। এটা আমাদের রাজ্যের জন্য লজ্জাজনক। আমরা যখন পুজোর আনন্দে ঘুরছি, তখন চাকরির জন্য বহু চাকরী প্রার্থী যাঁরা হবু শিক্ষক তাঁরা রাস্তায় বসে আন্দোলন করছেন”।