পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীর সকাল থেকে শুরু হল অঝোর বৃষ্টি। আর এজ বৃষ্টির জেরেই কিছুটা ফিকে হয়ে গেল মালদার পুজোর আনন্দ। বৃষ্টির ও ঝড়ের চাপে ভেঙে উড়ে গেল পুজো মণ্ডপের আলোর গেট।
চলতি সপ্তাহে রবিবারের সকাল থেকেই কালো মেঘে ঘনিয়ে গেল আকাশ। বিক্ষিপ্তভাবে সপ্তমীর দিনে অঝোরে বৃষ্টি শুরু হয় রাজ্য জুড়ে। এর জেরেই ভেঙে গেল মালদা জেলার রবীন্দ্রভবন মোড়ে বাঁশ দিয়ে তৈরি আলোর গেট।
এই ঘটনার জেরে প্রভাবিত হয় ইংরেজবাজার চত্বর। এই শহরের প্রবেশের রাস্তাই হয়ে যায় বন্ধ। অবশেষে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুজো কমিটির সদস্যদের ময়দানে নামতে হয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ বাহিনীও এলাকায় পৌঁছায় বলে জানা গেছে। অপরদিকে আগামী দিনেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস থাকায় বিশেষজ্ঞদের তরফে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।