সপ্তমীর সকালেও বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ। তাঁর নিশানায় ছিল রাজ্যের শাসকদল। তিনি সরাসরি দাবি করেন যে, রাজ্যের শাসকদল পুজো ভাড়া করেছে। তাঁর এই দাবি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে।’
দিলীপ ঘোষ বলেন, “ওরাও ভাড়া করেছে ৬০ হাজার টাকা দিয়ে। সব পুজোকে ভাড়া করেছে। না হলে একজনও ডাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি টাকা না দেয়, বাকি চোরদেরকে কেউ ডাকবে না। সেই জন্য বড় বড় কথা না বলে গরিব লোকেদের টাকা নিয়ে পুজো ভাড়া করা হচ্ছে। আর উদ্বোধন করে ফুটানি দেখানো হচ্ছে। সেই টাকা দেওয়া বন্ধ করা হলে মুখের দিকে কেউ তাকাবে না”।
তাঁর এই মন্তব্য মূলত তৃণমূলের এক মন্তন্যের পরিপ্রেক্ষিতে। তৃণমূলের তরফে সাম্প্রতিক মন্তব্য করা হয় যে, ইজেডসিসি অডিটোরিয়ামে আয়োজিত দুর্গাপুজো বিজেপির রাজনৈতিক দেউলীয়াপনার পরিচয় দিয়েছে। তৃণমূলের এই কটাক্ষেরই পাল্টা জবাব দেন তিনি।