আশা পারেখ সেই সমস্ত নামগুলোর মধ্যে একটি যারা সত্তরের দশকে বলিউডে চুটিয়ে অভিনয় করেছেন এবং বলিউড ইন্ডাস্ট্রিতে হিট ছবির রাজ্যে একপ্রকার রাজত্ব করে গেছেন। বর্ষীয়ান এই অভিনেত্রীই এবার মুখ খুললেন সেকাল ও একালের বলিউড ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে।
তিনি একদিকে দিকে বলিউড সিনেমার বর্তমান দৃশ্য ও নাচগানের সমালোচনা করেন। আবার অপরদিকে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর প্রশংসাও করেন। তাঁর কথায়, একমাত্র সঞ্জয়লীলা বনশালীই নিজের ছবিতে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেন।
আশা পারেখ বলিউডের সমালোচনা করে বলেন, “আমরা পশ্চিমের দেশগুলোকে দেখে নকল করার চেষ্টা করি। কিন্তু বর্তমান সময়ে যে নাচ আমরা সিনেমায় দেখছি তা আমাদের সংষ্কৃতি নয়। মাঝে মাঝে মনে হয় আমরা এরোবিকস করছি, নাচ নয়। এসব দেখলে মন খারাপ লাগে বলেও মন্তব্য করেন আশা পারেখ। রিমিক্স গানগুলির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি”।