অখিল ভারত ইমাম সংগঠন প্রধান উমর আহমেদ ইলিয়াসীকে হুমকির শিকার হতে হয়েছে এমনটাই জানালেন তিনি। তাঁর দাবি, এই প্রাণের হুমকি তাঁকে দেওয়া হয়েছে, তাঁর সাম্প্রতিক মন্তব্যের জেরে। তিনি সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস প্রধান মোহন ভাগবতকে ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। এরপরেই তিনি হুমকি সমন্বিত ফোন কল পান বলে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
গান্ধী মার্গের মসজিদে উমর আহমেদ ইলিয়াসীর বলেন, “মোহন ভাগবত যে সকল কাজ করে চলেছেন, তা প্রশংসনীয়। আমাদের সমাজে তাঁর কর্মকাণ্ড ভালো বার্তা দেবে। প্রত্যেকের ভগবানের প্রতি উপাসনা আলাদা। তবে আমার মনে হয়, সবচেয়ে বড় ধর্ম হলো মানবতার। দেশ সবার আগে।”
হুমকি প্রসঙ্গে ইলিয়াসীর বক্তব্য, “ইংল্যান্ড থেকে একটি হুমকি ফোন আসে, যেখানে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে প্রাণের হুমকি দেওয়া হয়। আসলে কিছু মানুষ দেশের শান্তি পছন্দ করে না। সেই জন্য এই ঘটনা ঘটানো হয়ে চলেছে। তবে এহেন হুমকির কাছে আমি কখনোই মাথা নত করবো না। আমি আমার বক্তব্যে অনড়”।