আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু ডিজিটাল যুদ্ধ। জানা গেছে ভারত সরকারের তরফে ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। অর্থাৎ, ভারতে পাকিস্তান সরকারের কোনো টুইটার অ্যাকাউন্ট আর দেখতে পাওয়া যাবে না।
ভারতে পাকিস্তান সরকারের টুইটার হ্যান্ডেল বন্ধ করে দেওয়ার খবর প্রকাশ্যে আসে গত চলতি সপ্তাহে শনিবারে। ঠিক কী কারণে ভারত সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হল, সেটা যদিও জানানো হয়নি এখনও।
বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল দ্বন্দ্বের সূত্রপাত রাষ্ট্রসংঘে পাকিস্তানের আচরণকে কেন্দ্র করে। মূলত রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বক্তব্য রাখার সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত সরকারের কড়া সমালোচনা করে। এরপরেই, ভারত যদিও পাকিস্তান সরকারের এই দাবির কড়া সমালোচনা করে। এছাড়াও, এরপরে পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠে মিথ্যাচারের অভিযোগও। এরপরেই ভারত সরকারের এই কড়া পদক্ষেপ বলে অনুমান বিশেষজ্ঞদের।