যশপ্রীত বুমরাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে কি না, তা এখনও কেউ জানেন না। বুমরা ছিটকে গিয়েছেন, এ কথা সংবাদ সংস্থা জানিয়ে দিলেও, বোর্ডের কেউ এখনও স্বীকার করেননি। তবে বুমরার বিকল্প যে তৈরি রাখা হচ্ছে, এটা গুয়াহাটিতে ভারতীয় দলের অনুশীলন দেখেই বোঝা গিয়েছে।
এ দিন উমেশ একের পর এক শর্ট বল করলেন পন্থকে। ঠেকাতেই পারছিলেন না ভারতীয় দলের উইকেটকিপার। বিভিন্ন শট খেলে উমেশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও বিদর্ভের পেসারকে দমানো যায়নি। হতাশ পন্থ এক সময় বলেই দেন, “আর কত শর্ট বল করবে? এ বার তো থামো।” শুনে হাসতে থাকেন উমেশ।
এর পর নামেন কার্তিক। তারও অবস্থা হয় একই রকম। শ্রেয়স আয়ারকেও ছাড়েননি উমেশ। পরে বোলিং করতে এসে সিরাজও একের পর এক শর্ট বল করতে থাকেন। অস্ট্রেলিয়ার পিচের কথা মাথায় রেখে ইচ্ছে করে বাউন্সার দেওয়া হচ্ছে কি না, তা অবশ্য জানা যায়নি। তবে এটা যে প্রস্তুতিরই অঙ্গ, তা বোঝা গিয়েছে।