ফের কেন্দ্র রাজ্য সঙ্ঘাতের সম্ভাবনা! এবার রেশন কার্ড নীতি নিয়ে সম্মুখসমরের সম্ভাবনা দেখা দিয়েছে। গত সপ্তাহে বিধানসভায় সর্বদলীয় বৈঠক করে দুধরনের রেশন কার্ডের নীতিতে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। অথচ কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যের একটাই রেশন কার্ড হোক। যা কিনা দেশের যে কোনও প্রান্তে ব্যবহার করা যাবে। এই কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘এক দেশ এক রেশন কার্ড।’
আগামী বছর জুন মাসের মধ্যেই এই প্রকল্প চালু করতে চাই কেন্দ্র। সমস্যা হল, এই কর্মসূচিতে অন্য রাজ্যের তুলনায় বেশ খানিকটা হলেও পিছিয়ে পশ্চিমবঙ্গ। তার ওপর জোড়া রেশন কার্ডের নীতির কথাও জেনেছে কেন্দ্র। তাই মনে করা হচ্ছে, এই ইস্যুতে আবার সঙ্ঘাত হতে পারে কেন্দ্র রাজ্যের।
মঙ্গলবার এই সংক্রান্ত বৈঠকে অন্য রাজ্যের মন্ত্রীদের সামনেই রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রামবিলাস পাসওয়ান। রাজ্যের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “এক দেশ-এক রেশন কার্ড প্রকল্প চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ার কাজে পশ্চিমবঙ্গ এত পিছিয়ে কেন?”
তথ্য পরিসংখ্যান বলছে, গুজরাট, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ-সমেত ১৪টি রাজ্যে ১০০% রেশন দোকানে পস মেশিন পৌঁছেছে। সিকিম, কর্নাটক, রাজস্থানে তার হার ৯৭ থেকে ৯৯ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গে তা মাত্র ৭৭%। যদিও পশ্চিমবঙ্গের পিছনে রয়েছে উত্তরাখণ্ড (৩৩%), বিহার (১৫%) আর উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য। বারবার বলা সত্ত্বেও কাজ এত পিছিয়ে কেন? তবে মন্ত্রী সাধন পাণ্ডেকে এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
পাল্টা সংবাদমাধ্যমকে সাধন বলেছেন, “কেন্দ্র শুধু মুখেই পরিকাঠামো তৈরির কথা বলছে। অথচ, এর জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্র থেকে আসছে না।”
নীল রায়