IPS Akash Magharia: কয়লা পাচারকাণ্ডে লালকে সহযোগিতার অভিযোগ IPS আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে, আজ তলব ED-র

কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই বেশ কয়েকজন আইপিএস-কে তলব করে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এবার এই মামলায় ইডি-র নজরে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের আকাশ মাঘারিয়াকে আজ দিল্লি তলব করা হয়েছে। এদিকে এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকেও ২৮ সেপ্টেম্বর দিল্লি যেতে বলা হয়েছে।

ডিসি সাউথ পদে নিযুক্ত হওয়ার আগে দীর্ঘদিন পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন আকাশ মাঘারিয়া। যদিও রাজ্যের শাসকদের অন্দরে গুঞ্জন, রাজনৈতিক কারণেই তলব করা হয়ে থাকতে পারে আকাশকে। প্রসঙ্গত, এর আগে ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পিটিএসের কাছে আটকে দেওয়া হয়েছিল। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আকাশ মাঘারিয়া। শুভেন্দু অভিযোগ তুলেছিলেন, জ্ঞানবন্তের নির্দেশেই তাঁকে আটকানো হয়েছিল। এমনকি আকাশ মাঘারিয়াকে নিয়ে অনেক সময়ই আক্রমণাত্মক দেখা গিয়েছে শুভেন্দুকে। এই আবহে আকাশ ও জ্ঞানবন্তকে ইডির তলবে ‘অন্য গন্ধ’ পাচ্ছে ঘাসফুল শিবির।

এদিকে ইডির দাবি, পুরুলিয়ার পুলিশ সুপার থাকাকালীন কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত লালাকে নানা ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে আকাশের বিরুদ্ধে। এই আবহে কয়লা পাচারে তাঁর ভূমিকা কী ছিল তা জানতেই আকাশকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর ইডি সূত্রে।

প্রসঙ্গত, এর আগে কয়লা পাচারকাণ্ডে বাংলার মোট আটজন আইপিএস আধিকারিককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছিল। এই তালিকায় ছিলেন, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং, শ্যাম সিং, কোটেশ্বর রাও, এস সেলভামুরগান, তথাগত বসুরা। এর মধ্যে জ্ঞানবন্ত সিংকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। দিল্লিতে দু’বার ও কলকাতায় একবার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তাঁর বয়ান রেকর্ড করেছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.