রাজ্যে আইনশৃঙ্খলা ক্রমশ অবনতি হচ্ছে। অবস্থা যে দিকে যাচ্ছে তাতে ৩৫৬ ধারার ইঙ্গিত দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
মঙ্গলবার শ্যামবাজারে পাঁচমাথা মোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে রাহুল সিনহা বলেন, “শুধু ভাটপাড়া নয়, রাজ্যের আইনশৃঙখলা অবস্থা যেদিকে যাচ্ছে। তাতে রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে।
পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর পশ্চিমবঙ্গ ৩৫৬ ধারার দিকেই পরিস্থিতি এগোচ্ছে।”
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল ডিজিকে তলব করেছেন। এই ইস্যুতে রাহুল সিনহা বলেন, ” রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক প্রধান। তাই তিনি রাজ্যের যে কোনও বিষয়ে ডিজি থেকে শুরু করে যে কোনও পর্যায়ের প্রশাসনিক প্রধানকে তলব করতেই পারে। তার সঙ্গে কোনও রাজনৈতিক বিষয় নেই।”
এদিন শ্যামবাজারের অনশন মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে রাহুল সিনহা বলেন, “বাংলার মানুষ এবার শান্তি চাই। কিন্তু বাংলায় পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে একটা স্বৈরাচারী শাসন কামেয় করতে চাইছে।”