সরকারি অফিসে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। সরকারি কর্মীদের নামে এফআইআর করে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। ঘটনাস্থল সেই বীরভূম। দাদাগিরির অভিযোগ উঠেছে তৃণমূলের বীরভূম জেলার সহসভাপতি এবং বীরভূম জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে।
অভিযোগ, সোমবার আচমকা ভূমি ও ভূমি রাজস্ব আদায়ের অফিসে গিয়ে রাজস্ব আদায়ের হিসাব দেখতে শুরু করেন। সেখানে কর্মরত ভূমি দফতরের কর্মী তাঁকে হিসেবও দেখান। এরপরই তৃণমূল নেতা বলতে শুরু করেন কেন এত কম রাজস্ব আদায় হচ্ছে? তারপর তিনি ওই কর্মীকে উদ্দেশ্য করে এফআইআর করে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।
অভিযুক্ত তৃণমূল নেতা বলেন, ‘যারা স্টাফ রয়েছেন তাঁরা টাকা নিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছেন। ষোলো চাকার গাড়িতে কাউকে দু’ শো টাকার স্লিপ কেটে দিচ্ছেন কাউকে আবার একশো টাকার স্লিপ কেটে দিচ্ছেন। সেই কারণে প্রতিবাদ করেছি।’ যদিও সরকারি কর্মীরা বলেন, ‘আমরা কম টাকা নিয়ে গাড়ি ছাড়ি না। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।