অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় প্রায় ১৯ লক্ষেরও বেশি মানুষের নাম নেই। এই বিপুলসংখ্যক মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে বারবার দাবি করছে বিরোধীরা। এবার বিরোধীদের এই দাবিকে নস্যাৎ করে তালিকায় নাম না থাকা মানুষদের উদ্দেশ্যে বিশেষ বিবৃতি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।
সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তালিকায় যাঁদের নাম নেই তাঁদের কোন অবস্থাতেই আটক করা যাবে না। এছাড়া সবরকম আইনি সহায়তা পাবে তাঁরা। এমনকি বর্তমানে তাঁরা কর্মসংস্থান, শিক্ষা ও সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত হবেন না।
একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ একটি টুইট করে জানানো হয়েছে, নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় যাঁদের নাম নেই তাঁদের সব রকম আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে অসম সরকার।
বলা হয়েছে, অসমের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে।